Purulia's Pakhi Pahar & Khairabera Dam

গত পর্বের লিঙ্কঃ   https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html



 চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে Pakhi Paharর উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল। প্রথমে প্রায় ৫ কিমির মত জায়গা জনবসতি পূর্ণ এলাকা, বাকি রাস্তাটা একদম ফাঁকা।

              বেশ অনেকটা রাস্তা চলে আসার পর আবার পাহাড়ের দেখা পেলাম, যদিও কারকে নাম জিগ্যাসা করিনি, কি পাহাড়।যাইহোক অনেকটা পরে আমরা জিগ্যাসা করে বাঁ দিকে ঢুকে গেলাম।সেই পথেও প্রায় মিনিট ১০ যাওয়ার পর এলো পাখি পাহাড়। আমরা ইয়উটিউব ভিডিও গুলতে যেমন দেখি উঁচু পাহাড়ের গায়ে পাখি আঁকা আছে, এখানে এসে কিন্তু সেরকম দেখলাম না। পরে জিগ্যাসা করে জানতে পারলাম, দিনের পর দিন বৃষ্টির জলে সব ধুয়ে গেছে। একটা বট গাছের তলায় দুজনে বাইক রেখে এগিয়ে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। ঠিক তখনই পেছেন থেকে একজন বলল গাইড নিতে হবে। বাইক নিয়ে গেলে ১৫০/- আর হেঁটে গেলে ১০০/- আমরা বললাম হেটেই যাব ১০০/- দেব। সেই ছেলেটি অন্য একজন বৌ কে আমাদের গাইড হিসাবে পাঠিয়ে দিল। কিন্তু পরে বুঝলাম ১৫০/- চাওয়া টা একপ্রকার ঠকান।এখানে যারা যাবেন তারা গাইড না নিলেও কিছু এসে যায়না। যাইহোক, সেই বৌ গাইডটির সাথে আমরা আস্তে আস্তে পাহাড়ের কাছে জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। এখানে দর্শনীও বলতে বড় বড় পাথরের গায়ে খোদাই করা বিভিন্ন পাখি, পশু ইত্যাদির ছবি আছে, সঙ্গে সেগুলিকে রঙ করে দিয়েছে।আর মনে রাখা আর উপভোগ করার হল এখানকার শান্ত স্নিগ্ধ কোলাহল শূন্য জঙ্গলের পরিবেশ।আমরা হিলটপ রোড থেকে পাখি পাহাড় এসেছি প্রায় ৩০ কিমি আর সময় লেগেছে প্রায় ১ঃ১৫ মিনিট মত, কারন মাঝখানে বেশ কয়েকবার অনেকক্ষণ করে থামা হয়েছে।না হলে আশাকরি ১ ঘণ্টার মধ্যেই আমরা চলে আসতাম এখানে। আমরা এখানে প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় কাটালাম। পাহাড় দেখে ফিরে আসার পর আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখানে একটা দুটো দোকান আছে, বসে চা বিস্কুট খেলাম।আরও একটা স্পট বাকি আছে। তাই উঠতেই হল। এবার আমাদের যেতে হবে KhairaBera Damর উদ্দেশ্যে।


                       
Pakhi Pahar থেকে খয়রাবেরা ড্যামের দুরত্ত প্রায় ২৭কিমি, সময় লাগল ১ ঘণ্টার কাছাকাছি। আমরা লোকজনকে জিগ্যাসা করতে করতে খয়রাবেরাতে পউছালাম।দেখলাম এখানে যেতে গেলে গ্রাম্য পথ ধরতে হল, তার মধ্যে আবার অলি গলি। গ্রাম্য পথ পেড়িয়ে সিমেন্টের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম, আর স্মনে যে পাহাড়টা দেখছিলাম এক কথায় অনবদ্য। বেশ কিছুটা চড়াই উৎরাই আছে। তবে রাস্তা ভাল না হলেও, প্রকৃতি কিন্তু আমাদের নিরাশ করেনি।মাঝে লেক, চারপাশে সবুজে ঘেরা পাহাড়। আমার বন্ধুটি কাশ্মীরে গিয়েছিল বেশ কয়েক বছর আগে, সে বলছিল কাশ্মীরের সাথে এই জায়গাটির অনেকটাই মিল আছে। এই ড্যামে লাল মোড়াম বেছান পথ ধরে কিছুটা এগোলাম। যেখানে লক গেট আছে সেখানে এসে আমরা দাঁড়ালাম। আমরা এখানে প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় KhairaBera Dam  থাকলাম। পেটে টান পড়েছে।চলতে লাগলাম আমাদের যুব আবাসের উদ্দেশ্যে।ঠিক হল পথে যেতে যেতে কোথাও খেয়ে নেব।


                        হোটেল খুঁজে খেতে আমাদের প্রায় ৩ঃ৩০ টা বেজে গেল। এবার আমরা চললাম শেষ বারের মত আপার ড্যামে, সূর্যাস্ত দেখব বলে।যাবার পথে একবার চরিদাতে থামা হল। সম্রাট কিছু জিনিসপত্র কিনল, আমি আমার পছন্দ মত একটা দুটো জিনিস কিনে আবার চলতে শুরু করলাম আপার ড্যামের উদ্দেশ্যে।বিকালে আমরা যখন ড্যামে পৌঁছালাম তখন সূর্য প্রায় অস্ত যায় যায়। ফুরফুরে হাওয়া দিচ্ছে। তাতে ঠাণ্ডাও লাগছে, তবে গায়ে গরম জামা দিয়েই বেড়তে হয়েছে।তাও নিজেকে কেমন যেন গুটিয়ে রাখতে হচ্ছিল, কারন আগামী দিন বাড়ী ফেরার পালা। বেশী দেরী করলাম না।যুব আবাসে গিয়ে আবার ব্যাগ গোছাতে হবে।

                         বিকাল ৫ঃ৩০ টা নাগাদ যুব আবাসে ফিরে এলাম। আজ আর কোন কাজ নেই। ব্যাগ গোছান আর পরে থাকা। ফেরার সময় দোকান থেকে চপ কিনে আনা হয়েছিল, তাই দিয়ে মুড়ি চানাচুর খাওয়া হল। রাত্রি ৯ঃ৩০ নাগাদ খাওয়া শেষ করে সবাই নিজের নিজের বিছানা নিলাম।

পঞ্চম দিন(১৯/১১/২২) ঃ  আজ আমাদের বাড়ী ফেরার পালা।গতকাল রাতেই ব্যাগ গুছিয়ে তৈরি করে রেখেছিলাম। ভোর ৫ঃ১৫ নাগাদ ঘুম ভেঙে গেল। সকাল থেকেই কারেন্ট অফ। সকালে কুয়াশা থাকবে সেই ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটু পরের দিকে বেরব।সকালে আমরা যখন ব্যাগ পত্র গুছিয়ে রওনা হলাম তখন বাজে পৌনে সাতটা। পাহাড়ি পথ আস্তে চালাতে হবে। আমরা প্রায় ১ ঘণ্টার কাছাকাছি পাহাড়ি পথ পেড়িয়ে আমরা সমতলে এসে পড়লাম। আমরা টামনার মোড়ে এসে গাড়ী থামালাম।ত্তখন বাজে ৭ঃ৩৫। এখানে চা পানের বিরতি নেওয়া হল আধ ঘণ্টার জন্য। আবার ৮ টা নাগাদ আমরা গাড়ী ছাড়লাম, এবার আমাদের রুট ম্যাপ হল পোস্ট অফিসের মোড়। আমরা জিগ্যাসা করতে করতে চললাম। পোস্ট অফিসের মোড় আসার পর আমরা জিগ্যাসা করলাম বিষপুরিয়া কোন দিকে। লোকজন দেখিয়ে দিল। আমরা সেই দিকে চললাম। বিষপুরিয়া আসতে আমাদের সময় লাগল ১ ঘণ্টা ১৫ মিনিট। এখানে আমরা সারলাম আমাদের ব্রেকফাস্ট পর্ব। এখানে রেস্ট নিলাম ৪৫ মিনিট। গাড়ীর ইঞ্জিন ও ঠাণ্ডা হল। সামনের মাইল স্টোন দেখে এগিয়ে চললাম বাঁকুড়ার দিকে।



                      এরপর আমরা যেখানে এসে থামলাম সেটা হল বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়। এখানে মিনিট ১০ দাড়িয়ে বাইকের হাওয়া চেক করলাম। তারপর আবার রওনা দিলাম। এবার আমরা আরামবাগের কিছুটা আগে দাসদিঘি বলে একটা জায়গা আছে সেখানে এসে দাঁড়ালাম। এখানে আমরা দুপুরের খাওয়া খেলাম। রেস্ট নিলাম প্রায় ৪৫ মিনিট। এবার সামনেই পড়ল জয়পুরের জঙ্গল প্রায় ১১ কিমি দীর্ঘ। শুনেছি এখান দিয়ে হাতি পারাপার করে, কিন্তু আমি যে দুই-তিন বার এই পথে এসেছি একবারও তাদের দেখা পাইনি। জঙ্গলের স্বাদ নেওয়ার জন্য আমরা এখান দিয়ে আস্তে আস্তে গাড়ী চালাচ্ছিলাম। আবার কিছুটা দূরে গিয়ে মিনিট ১০-১৫ দাঁড়ালামও। এরপর চালানো শুরু করে আমরা দেখতে দেখতে চলে এলাম আরামবাগ।তারপর আরও অনেকটা এগিয়ে চা বিরতির জন্য দাঁড়ালাম চাঁপাডাঙ্গাতে। তখন বাজে ৩ঃ৪৫। এখানে আধ ঘণ্টার বিরতি নিলাম। আবার ৪ টের সময় গাড়ী ছাড়লাম এসে থামলাম ডানকুনির ১১ কিমি আগে, এখানে একটা ফাঁকা টোল গেট আছে।এরপর ৫ঃ১০ টা তে গাড়ী ছাড়লাম, এবার আমার গন্তব্য হল মৈনাকের বাড়ী, খড়দা। সেখানে ওকে নামিয়ে দিয়ে আমার বাড়ীতে ঝন ঢুকলাম তখন বাজে ৭ঃ৫০ টা।   

আমার এই পর্বের ভিডিও লিঙ্ক ঃ  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tarapith Tour with Sonajhuri haat

Joyrambati & Kamar Pukur

North INDIA Tour 2007 (Part 3) - Mathra-Brindabon