Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Bhitarkanika Tour 2008 (Part 2)

পূর্ববর্তী পর্বের জন্য পাশের লিঙ্ক টি দেখুন - 

https://travellingsourav.blogspot.com/2020/10/Chandabali-KanikaPalace-Baitarani.html 


Baitarani
Our motor boat at ChandBali

ব্রাহ্মণী নদী ছেড়ে লঞ্চ খুরাই নদীতে ঢুকল। এখানে একটি চেকপোস্ট আছে, নাম ‘খালি চেকপোস্ট’। এখানেই আমদের কাঁকড়ার মাংস দিয়ে ভাত, ডাল ও রায়তা দিয়ে দুপুরের ভুঁড়িভোজ সারা হল। এবার আমরা একটি ছোট খাঁড়ির মধ্যে দিয়ে চলতে লাগলাম, মাঝিদের কাছ থেকে জানলাম, এটি একটি কুমির প্রকল্প। আমরা খাঁড়ির চারপাশেই ছোট,বড় ও বাচ্চা নানা ধরনের কুমির দেখতে পেলাম। এই খাঁড়িটি কয়েক কিলোমিটার লম্বা। এটি সাপের মত এঁকে বেঁকে মোহনা পর্যন্ত চলে গিয়েছে। আমাদের লঞ্চ ঠিক নদীর মাঝখান দিয়ে যাচ্ছিলো, দুই পাশে মাঝে মাঝে হরিণ দেখা যাচ্ছিলো। এই ভাবে আমরা ধীরে ধীরে এসে পউছালাম Dangmal forestএ

Dangmal Forest
On the way for Dangmal Forest

Dangmal forest হল ভিতর কনিকার একটি অংশ। সর্ব প্রথম আমরা চললাম কুমির দেখতে। এখানে ছোট বড় নানা ধরনের কুমির আছে, সঙ্গে আছে ডিমও। এখানে আছে ভারতীয় অজগর। জিগ্যাসা করে জানলাম, এর কাজ হচ্ছে ১৫ দিন পর পর একটা করে মুরগি খাওয়া, আর বাকিটা সময় ঘুমিয়ে কভার করে দেওয়া। এই জায়গা থেকে আমরা চললাম হায়দ্রাবাদি কুমির দেখতে (নাম কেন হায়দ্রাবাদি সেটা আর জিগ্যাসা করা হয়নি)। কুমিরটি কে যে দেখাশোনা করে সে এসে দুটি কাঁকড়া দিয়ে ডাকল, সঙ্গে সঙ্গে কুমির টি অন্য প্রান্ত থেকে জলে নেমে এই পাড়ে আসছিলো। কিন্তু লোকজন বেশি থাকায় ডাঙ্গায় আর উঠছিল না। সেই জন্য আর একটি কাঁকড়া ছুঁড়ে দিতেই বিশাল আওয়াজ করে সেটি খেয়ে নিল।

Only one White Crocodile in INDIA
এই  Dangmal forest এ একটি সংগ্রহ শালা আছে। এবার চললাম সেই দিকে। এখানে আছে ২২ ফুট লম্বা একটি কুমিরের কঙ্কাল, এছাড়াও বিভিন্ন সাইজের কুমিরের মাথার হাড়। এছাড়াও আছে লোশানে ডোবান সাপ, কচ্ছপ, প্রভৃতির মৃত দেহ ও ডিম। এরপর আমরা এলাম বাচ্চা কুমীরের খাঁচার কাছে। একজন রক্ষী একটা বাচ্ছাকে ধরে আমাদের সামনে নিয়ে এলো, কেও কেও ফটো তুলল। যদিও সে ছটফট করছিল, ছাড়া মাত্রই পোঁ-পা দৌড়ে জলে।

এবার আমরা গেলাম সেই হায়দ্রাবাদি কুমিরের পাশের খাঁচায়। সেখানে রয়েছে একটি অন্ধ সাদা কুমির। এটি এশিয়ার দ্বিতীয় ও ভারতের প্রথম সাদা কুমির। একেও কাঁকড়া দেওয়া হল। কাঁকড়াটি আস্তে আস্তে জলের দিকে এগিয়ে যেতেই কপ করে ধরে মুখে রেখে দিল। খাওয়ায় কোন লক্ষণ দেখতে না পেয়ে আমরা এগিয়ে চললাম অন্য দিকে। আমরা বনের মধ্যে দিয়ে এগিয়ে চলতে চলতে শিং-ওয়ালা হরিণ দেখতে পেলাম, কিন্তু দ্রুতগামী হওয়ার জন্য ছবি তোলা গেল না। সুন্দরবনে যে রকম ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় এখানেও ঠিক তেমনি আছে, সেই শুধু গোঁড়া উঠে থাকার মত। এরপর আমরা পউছালাম আমাদের লঞ্চে। লঞ্চ এবার চলল Pahkira Gunjর দিকে। 


Pahkira Gunj এ যেতে গেলে মুল নদী থেকে আবার সেই খারি পথ ধরতে হয়। এই পথে এগিয়ে যেতে যেতে খাঁড়ির দুই ধারেই কোথাও গোসাপ আবার কোথাও কুমির দেখতে পেলাম। এইভাবে আমাদের লঞ্চ ঘাটে এসে ভিরল। একে একে সবাই উঠে চললাম বনের মধ্যে দিয়ে। সব নিস্তব্ধ, সত্যি কথা বলতে না গেলে বলে বোঝান যাবে না। এই ভাবে কিছুটা গিয়ে একটা টাওয়ার এলো। এটি ৩০ ফুট উঁচু। একে একে সবাই মিলে উঠে পড়লাম। চারপাশ শুধু সবুজে সবুজ। এটি পাখি দেখার জায়গা হলেও এখন পাখির সিজিন নয়। তাই একটি পাখিও দেখতে পেলাম না। ঠিক এই সময় সূর্যাস্তের পালা। কয়েকটি ফটো তুলে ফিরে চললাম। এবার যাবো একাকুলা দ্বীপে

আজ এই পর্যন্তই। পরের দিন পরের দিন সাড়ে ৩ ঘণ্টা কি ভাবে সমুদ্রে কাটালাম সেই গা ছমছমে অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। শুধু মনে রাখবেন এখনও কিন্তু দ্বিতীয় দিনই চলছে-----  

Dangmol Forest
Dangmol Forest entrance

আপনি যদি 
Dangmal forest এ থাকতে চান, তাহলে ক্লিক করে বুক করুন ঘর গুলি - https://www.ecotourodisha.com/ecotour_pricechart.php

আপনি যদি ভিতর কনিকা সম্পর্কে আরও জানতে চান তাহলে ক্লিক করুন নিম্নোক্ত লিঙ্ক টি তে - https://www.outlookindia.com/traveller/ot-getaway-guides/bhitarkanika-national-park/

পরবর্তী পর্বের জন্য এই লিঙ্কটি দেখুন - 

https://travellingsourav.blogspot.com/2020/10/Ekakula-Gahirmatha-Beach.html


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tarapith Tour with Sonajhuri haat

Joyrambati & Kamar Pukur

North INDIA Tour 2007 (Part 3) - Mathra-Brindabon