Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

North INDIA Tour 2007 (Part 2) - Agra

 আগের পর্বে ( https://travellingsourav.blogspot.com/2020/11/Varanasi-ViswanathTemple-etc.html )  আমি বেনারসের আমাদের দেখা দর্শনীও স্থান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ তার পর থেকে - 

২৩ শে নভেম্বর -  আজ সকাল ৬ টা নাগাদ আমাদের ঘুম ভেঙ্গে গেল। অন্যান্য দিনের মত এই ট্রেন আজও লেট করল Agra Fort  পৌঁছাতে। চলতে চলতেই দেখলাম যমুনা station পাড় হওয়ার পর যমুনা নদী পেড়িয়ে আমরা চলে এলাম  আগ্রা fort station এ। সকাল ১০ঃ৩০ টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দেওয়া হল। ১১ঃ৩০ টা বাজল আমাদের আগ্রা fort পৌঁছাতে। station থেকে আমরা বাসে করে এলাম হোটেল “রঞ্জিত” এ। দুপুর ১ঃ৩০ টা নাগাদ আমরা দুপুরের খাওয়ার খেলাম। এরপর ২ঃ৪৫ টায় আমরা রওনা দিলাম ফতেপুর সিক্রি র উদ্দ্যেশে। কোন কারনে রাস্তায় র‍্যফ থাকার জন্য আমাদের সেখানে পউছালাম পৌনে পাঁচটায়। তারাতারি করে ১০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে চলে গেলাম। এরপর আমরা একজন গাইডের  সাহায্য নিয়ে ঐতিহাসিক স্থান গুলির বর্ণনা শুনলাম সঙ্গে কিছু ফটোও তুলে নিলাম। প্রায় ১ ঘণ্টা ধরে ঘোরার পর আমরা সবাই মিলে বাসে ফিরে এলাম।

                                      এর মধ্যে ঘটল একটি অপ্রত্যাশিত ঘটনা। এক দম্পতি এই স্থান থেকে হারিয়ে গেল। প্রায় ২ ঘণ্টা ধরে খোঁজাখুজির পর আমরা ফিরে চললাম হোটেলের দিকে। ফেরার পথেই খবর এলো, ওনারা আমাদের আগেই হোটেলে ফিরে এসেছেন। আমরা যখন হোটেলে ফিরলাম তাখন বাজে পৌনে ৯’টা। সন্ধ্যা বেলা আমরা খাওয়ার সময় পাইনি, তাই ফিরে এসে হাত পা ধুয়ে সালাদ সহ দুটি ভেজিটেবিল চপ খেলাম। এরপর রাত ১০ঃ৩০ টা নাগাদ রাতের খাওয়া খেয়ে শুয়ে পড়লাম।

২৪ শে নভেম্বর -  আজ সকাল ৬ টা নাগাদ আমাদের বেড টি দেওয়া হল। এরপর আমরা স্নান সেরে টিফিন খেয়ে ৮ঃ৩০ টা নাগাদ তাজমহল দেখবার জন্য বেরলাম। আমদের হোটেল থেকে TajMahal এর দূরত্ব ছিল প্রায় ৫ কিমি। তাজমহলের কাছে গিয়ে সেখানকার অটো করে গেটের কাছে পউছালাম। টিকিট নিল ১০ টাকা। প্রথমে পুলিসে আমাদের চেক করল, সকাল ৯ টা নাগাদ আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই আবার একটা গেট পড়ল। দেখে একটা ফটো তুলে নিলাম। তারপর সেই গেট দিয়েই ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীর আটটি আশ্চর্যের একটি আশ্চর্যকে দেখে। যেই গেট দিয়ে ঢুকলাম, তার কিছুটা পর থেকেই মাঝখানে ফোয়ারা আর দুই পাশে ঝাউ গাছের সারি। ছবি তুলতে তুলতে এগিয়ে চললাম। TajMahal এর সামনে জুতা খুলে উপরে উঠলাম। সামনে পড়ল বিশাল লন। সেটা পেড়িয়ে আমরা ঢুকলাম যেখানে সেখানেই আছে মমতাজের কবর। তার পাশেই আছে শাহজাহানের কবর। জানলাম, আগে কবর দুটি খোলা ছিল, পড়ে সেটির চারপাশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তাজমহলের দুই পাশে রয়েছে দুটি মসজিদ। আর পিছন দিকে রয়েছে শুকনো চড়া পরা যমুনা নদী। সেই পেছন দিক থেকে দেখতে চেষ্টা করলাম দূরে আর কি আছে, কিন্তু যতদূর চোখ যায় ততদূর শুধু কুয়াশা আর কুয়াশা। প্রায় ১০ঃ৩০ টা নাগাদ আমরা TajMahal থেকে বেরিয়ে এলাম। এর মধ্যে কেও কেও আবার কেনাকাটা করতে চলে গেল। ব্যাস বাস ছাড়তে হল দেরী। ১০ঃ৪৫ টা নাগাদ বাস ছেড়ে আগ্রা Fort এ এলো ১১ঃ১৫ টা নাগাদ।

জানলাম এই Agra Fort এর মধ্যেই আছে বিখ্যাত সব জায়গা। যেমন শিসমহল, দেওয়ান-ই-আম,দেওয়ান-ই-খাস, আকবরের রাজ্যসভা, লোকসভা ইত্যাদি। এখানেই ঔরঙ্গজেব, শাহজাহানকে বন্দী করে রেখেছিল। এছাড়াও আছে হাওয়ামহল। এখানে একদিকে আছে গরমকালে থাকবার জন্য একটি ঘর। অপর দিকে আছে শীত কালে থাকবার একটি ঘর। বন্দী দশায় শাহজাহান তার বন্দী ঘর থেকে তাজমহলকে দেখতে পেত। এই কেল্লার বেশীর ভাগ অংশই লাল পাথরে তৈরি, যদিও সাদা পাথরে তৈরি অংশও আছে। Fort দেখে আমরা বের হলাম ১২ঃ১৫ টা নাগাদ। এখানে গাইড হিসাবে পেয়েছিলাম একজন বয়স্ক লোককে। এখান থেকে বেরিয়ে চলে এলাম সোজা হোটেলে। লাগেজ গুছিয়ে নিলাম, তারপর চললাম দুপুরের খাওয়ার খেতে। খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আকবরের সমাধি দেখতে, তখন বাজে প্রায় ২ঃ৩০ টা। ৩ টে নাগাদ আমরা এলাম সমাধির কাছে। টিকিট কাটতে হল ১০ টাকা দিয়ে। গেটের ভিতরে ঢুকে দেখলাম, ভিতর থেকে সমাধি পর্যন্ত এক বিশাল লাল পাথরের রাস্তা। তার চারপাশে আছে সুসজ্জিত বাগান। আমাদের সময় দেওয়া হল আধ ঘণ্টা। এখান থেকে বেরিয়ে আমরা সোজা ধরলাম মথুরা-বৃন্দাবনের পথ।

আজ এই পর্যন্তই, পরের দিন আমরা মথুরা-বৃন্দাবনে কি কি দেখলাম সেটা দিয়ে শুরু করব। ধন্যবাদ।


আপনি যদি মনে করেন আগ্রাতে আর কি কি দেখার আছে, সেটি জানতে এই লিঙ্কে ক্লিক করুন - 

https://www.holidify.com/places/agra/sightseeing-and-things-to-do.html

আপনি যদি মনে করেন আগ্রাতে গিয়ে কোন হোটেলে উঠবেন তাহলে এই লিঙ্কটিতে ক্লিক করুন - 

https://www.makemytrip.com/hotels/agra-hotels.html

আপনি যদি মনে করেন কোন ট্রেন করে আগ্রাতে যাবেন তাহলে এই লিঙ্কটি দেখুন - 

https://www.makemytrip.com/railways/agra-kolkata-train-tickets.html

পরবর্তী পর্বের জন্য এই লিঙ্কটি দেখুন  

https://travellingsourav.blogspot.com/2020/11/Mathura-Vrindavan.html


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tarapith Tour with Sonajhuri haat

Joyrambati & Kamar Pukur

North INDIA Tour 2007 (Part 3) - Mathra-Brindabon