Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Joyrambati & Kamar Pukur after Lock Down


পূর্ববর্তী পর্বের জন্য পাশের লিঙ্ক টি দেখুন  

https://travellingsourav.blogspot.com/2021/01/Bishnupur-all-Temples.html

 আবার এগিয়ে চলেছি, যাব জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে। দারুন রোমাঞ্চ হচ্ছিল সেই সময়টা তে। বেশ কিছুটা যাওয়ার পর শুরু হল জয়পুরের জঙ্গল। যাত্রাপথে দুরের ঐ গাছের মাথা, আর তার মাঝখান থেকে সূর্যের উঁকি দেওয়া, সেই দৃশ্য টা যে কি সুন্দর লাগছিল তা সত্যি বলে বোঝাতে পারব না। এই পথ ধরে এগোতে কি যে ভালো লাগছিল, বার বার মনে হচ্ছিল, এই পথ যদি না শেষ হয়, তবে ক্যামন হত তুমি বলত ”। আপনারাও যখন এই পথে আসবেন তখনও এই রকমই মনে হবে দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা গুল। সাইন বোর্ডে লেখা আছে ” হাতি পারাপারের রাস্তা, গাড়ী আসতে চালান“।

জঙ্গল পেড়িয়ে এসে আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম। মিনিট ১০, এখানে কাটিয়ে আবার রওনা দিলাম। বিষ্ণুপুর থেকে জয়রাম বাটি যেতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের কাছাকাছি, দূরত্ব প্রায় ৪৪ কিমি। জয়রাম বাটিতে সব চেয়ে আগে আমরা গেলাম “মায়ের বাড়ী” দেখতে। যখন গেলাম তখনও গেট খোলে নি। গেট খুলল ৮ঃ৩০ টায়। হাতে লোশান দিয়ে, তাপমাত্রা পরীক্ষা করে ভিতরে ঢুকতে দিল। আবার মন খারাপ সাত সকালেই। মোবাইল বা ক্যমেরা কিছুই ব্যবহার করা যাবে না। যাক, ঢুকে পরে আসেপাশে দেখলাম। বেশ সুন্দর ফুলের বাগান। এক পাশে জুতো রাখার জায়গা। এখন দেখলাম পুরো প্রাঙ্গণে যেতে দিচ্ছেনা। অনেক জায়গাতেই নোটিশ ঝোলান, এর পর আর যাওয়া যাবে না। প্রায় মিনিট দশেক এখানে ঘুরলাম। মায়ের মন্দির খুলে গিয়েছিল। দর্শনও হল। টুকুস করে লুকিয়ে ছবি ও ভিডিও তুলে বেরিয়ে এলাম। বাইরে জিগ্যাসা করলাম এখানে আর  কি কি দেখার আছে? স্থানীয় একজন বললেন সিংহ বাহিনী মন্দির ও মায়ের ঘাট।

চললাম সিংহ বাহিনী মন্দির দেখতে, আমার মতে এমন কিছু না। একটা সরু গলির মধ্যে দিয়ে গিয়ে দেখলাম মন্দিরটি। ফিরে এলাম ৫-৭ মিনিটের মধ্যে। আবার যাব মায়ের ঘাট দেখতে। একটি বড় পুকুর, চারপাশ বাঁধানো। একদম বড় রাস্তার উপরে। আমাদের জয়রাম বাটি দেখা কমপ্লিট। এবার চললাম কামার পুকুর দেখতে। মোবাইলের দেখান রাস্তায় চললাম।

জয়রাম বাটিতে থাকবার একটি হোটেলের নাম এখানে দিলাম। যদি কেও মনে করেন এখানে থাকবেন তাহলে ফোন করে নিতে পারেন - নীলাচল লজ (৯৪৩৪৫২২৯০৫, ৯৭৩৩৫০০৪৫০)

আরও হোটেলের বুকিং এর জন্য এই লিঙ্কটি দেখুন - 

https://www.justdial.com/Bankura/Hotels-in-Jayrambati/nct-10255012

আমাদের জয়রাম বাটি ও জয়পুরের জঙ্গল বেড়ানোর ভিডিও টা এখানে দিলাম দেখবেন ভালো লাগবে -

জয়রাম বাটি থেকে কামার পুকুর মাত্র ২০ মিনিটের পথ, ৭.৫ কিমি মত। আমরা একটু ঘুরেই গেলাম, ঠিক মত রাস্তা না বুঝতে পারার জন্য। আমরা প্রথমেই গেলাম রামকৃষ্ণ মঠে। দেখি সামনেই সিকিউরিটি স্প্রে আর থার্মাল গান নিয়ে দাঁড়িয়ে। দুটোই হল। ভেতরে দেখলাম নির্দেশিকা দেওয়া আছে, একটা অংশের পর আর যাওয়া যাবে না। আবার মন ভাঙল, ভিডিও বা ছবি তোলা যাবে না। ওকে। মিনিট ১০এক কাটিয়ে, শিব মন্দির, ঠাকুরের থাকার ঘর দেখে বাইরে বেরিয়ে এলাম। চললাম উল্টো দিকের হালদার পুকুরে। মিনিট খানেক কাটিয়ে আবার এলাম মঠের গেটের সামনে। দেখলাম, দর্শনীও স্থানের ম্যাপ দেওয়া আছে। 


ইতি মধ্যে একটি মেয়ে এসে আমাদের ধরল, সে গাইড হিসাবে আমাদের সব জায়গা ঘুরিয়ে দেখাবে, তার জন্য কোন নির্দিষ্ট অর্থ নয়, যে যা দেবে সে তাই নেবে। সে একে একে আমাদের লাহাদের বাড়ী, বিষ্ণু মন্দির, পাঠশালা, কামার পুকুর (যেই পুকুরের থেকে জায়গাটার নাম) আরও কাছাকাছি দর্শনীও যা ছিল সব দেখাল। মোটামুটি পৌনে ১ ঘণ্টার মধ্যে আমাদের সব দেখা কমপ্লিট। প্রায় ১০-১০ঃ৩০ তার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম।

কামার পুকুর থেকে মোবাইলে রুট ম্যাপ দেখে আমরা ঠিক করলাম, আরামবাগ হয়ে তারকেস্বরের রাস্তা ধরে যাব। আমাকে বন্ধুটি নামিয়ে দেবে শেওড়াফুলি তে। এই দিক কার রাস্তার অবস্থা খুব খারাপ। তারপর দেখি চাপা ডাঙা তে কাজ হচ্ছে, খুব জ্যাম জট। আবার আমাকে শেওড়াফুলি নামিয়ে দিয়ে বন্ধুটি যাবে লিলুয়া। কাজেই পথ চেঞ্জ। চললাম সোজা ডানকুনির রাস্তায়, এই রাস্তা যথেষ্ট ভাল। মাঝ রাস্তায় খেয়ে নিয়ে প্রায় দুপুর ২ টো নাগাদ আমি চলে এলাম বালি station এর কাছে।  

একটা কথা জানিয়ে রাখা ভালো, এখানে যে মেয়েটি আমাদের গাইড করেছিল, তার কথায়, আপনাদের যাদের বাড়িতে পুরনো জামা কাপড় আছে, তারা এখানে এনে তাদের হাতে তুলে দিতে পারেন। 


আমাদের  কামার পুকুর বেড়ানোর ভিডিও টা এখানে দিলাম দেখবেন ভালো লাগবে - 


কামার পুকুরের জাত্রি নিবাসে থাকতে হলে পাশের লিঙ্কটিতে ক্লিক করুন - 

https://www.tripadvisor.in/Hotel_Review-g2287538-d3836458-Reviews-Yatri_Niwas-Kamarpukur_Hooghly_District_West_Bengal.html


এটি ছাড়াও আরও যে সমস্ত হোটেল আছে তার লিঙ্ক এখানে দিলাম, থাকতে হলে দেখে নিতে পারেন - 

https://www.holidayhomeindia.in/hotels/hhi-kamarpukur-8363-hotels.html




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tarapith Tour with Sonajhuri haat

Joyrambati & Kamar Pukur

North INDIA Tour 2007 (Part 3) - Mathra-Brindabon