পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Puri 2014 (Part 2)

ছবি
যারা আগের পর্ব পরেন নি তাদের জন্য গত পর্বের লিঙ্ক এখানে দিলাম    https://travellingsourav.blogspot.com/2021/03/Puri.html তৃতীয় দিন ( ১৪.১২.১৪)ঃ আজ সকাল ৫ঃ৩০ টা নাগাদ উঠে পড়লাম, আগের দিন রাতে কথা হয়েছিল সবাই সাইট সিন দেখতে যাব। প্রায় ৮ টা নাগাদ আমাদের হোটেল ছেড়ে সুভাস চন্দ্র চকের দিকে গেলাম। পুরীর কাছে কোন বাস ঢুকতে দেওয়া হয় না, তাই একটু দূরে যেতে হল। সকাল সাড়ে ৮ টা নাগাদ আমাদের বাস রওনা হল  Konark র দিকে। কনারকে ঢোকার আগে আমাদের বাস এসে দাঁড়াল প্রথমে চন্দ্রভাগা সিবিচ এর পাশে। আমরা প্রায় মিনিট ১০ এখানে দাঁড়ালাম। তারপর কোনারকে এসে আমরা প্রথমে জেলি/মাখন, পাউরুটি, কলা, ডিম ও মোয়া সহযোগে সকালের খাওয়ার খেলাম। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, টিকিট নিল ১০ টাকা করে। গাইড সঙ্গে করে আমরা ঢুকলাম   Konark  সূর্য মন্দিরে। তিনি আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। ভিতরে সব কিছু দেখে, ফটো তুলে আমরা বাসে ফিরে এলাম ১১ঃ৫০ নাগাদ। আমাদের বাস এবার রওনা দিল ধবল গিরির উদ্দেশে। কিছুক্ষণ পর বাস এসে পউছাল Dhawalgiri তে। পুরো সাদা একটি বৌদ্ধ স্তুপের মত দেখতে মন্দিরে উঠলাম। চারপাশের দৃশ্যও যথেষ্ট সুন্দর। সবুজে সবুজ। অনেক

Puri 2014 (Part 1)

ছবি
        নমস্কার, দাদাভাই-দিদিভাইরা। আজ আমি যে ঘোরার জায়গা নিয়ে আলোচনা করছি, তাতে আমার-ই খুব ভয় করছে যে এই লেখাটির পাঠক আমি পাব তো? কারন, এটি হল আমাদের বাঙ্গালীদের দ্বিতীয় ঘর “  Puri   ”। কারর একটু রাগ হল, পুরী চলে গেল। কারর একটু মন খারাপ হল, পুরী চলে গেল। কেও কোন দিন   কোথাও বেড়াতে যায়নি, সেও পুরী চলে গেল। আবার কেও নতুন বেড়াতে যাবে ভাবল, পুরী চলে গেল। নতুন ট্যুর অপারেটর, পুরী চলে গেল। বহু লোকে বহুবার পুরী গেছে। কেও কেও হয়ত ২৫/২৬ বার পুরী গেছে। কিন্তু আমিই এক হতভাগ্য বাঙালী যে আজ পর্যন্ত মাত্র ১ বারই পুরী গিয়েছি। আর আজ সেই আমার পুরী ভ্রমনের কথাই আপনাদের কাছে বর্ণনা করছি, আমার বেড়ানোর ডাইরি থেকে। আশা রাখছি ভাল লাগবে।         তাহলে চলুন ঢুকে পড়ি ভ্রমণ কাহিনীর মধ্যে। খুব বেশীদিন নয়, সালটা ২০১৪। আমাদের পাড়ারই একজন কাকু আর কাকিমা, ওনারা অ্যারেঞ্জ করলেন Puri  যাওয়ার। সঙ্গে ছিল আমার এক বন্ধু, যৌথ উদ্যোগে, যাত্রা শুরু হল পুরীর উদ্দেশে। একটা কথা বলে রাখি, আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের থেকে নেওয়া হয়েছিল ৩,৫০০/- মাথা পিছু।  প্রথম দিন (১২.১২.২০১৪)ঃ আজ শুক্রবার, বিকাল ৫ঃ২২ নাগাদ কাকিনারাতে যে নৈহ