পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Bakreswar Shakti Peeth

ছবি
  গত পর্বের লিঙ্ক - https://travellingsourav.blogspot.com/2021/04/SonajhuriHaat-with-Tarapith.html   আজ ১৮.০৪.২১ রবিবার। ঘুম থেকে উঠলাম দেরী করে। এ সি ঘর থাকার জন্য ঠাণ্ডাও লাগছিল। ৮ঃ৩০ টা নাগাদ উঠে স্নান সেরে ৯ টা নাগাদ চললাম Bakreswar  এর দিকে। চলেছি যে দিকে বামাখ্যপার বাড়ী আছে সেই রাস্তা ধরে। ছোট রাস্তা থেকে আমরা পড়লাম বড় রাস্তায়। যেতে যেতে এক জনের সাথে পরিচয় হল। তিনিও যাবেন বক্রেস্বরের দিকে। ভালই হল, তার সঙ্গে সঙ্গে চললাম। ধরলাম সিউরি রোড। রাস্তা দারুন। তবে বেশ বড় বড় পাথর বোঝাই লরি যাচ্ছে। পথে পড়ল বেশ কয়েক কিলোমিটার জোড়া জঙ্গল, দুই পাশেই। এক সময় এসে রাস্তা চার ভাগে ভাগ হয়ে গেল। আমরা চললাম ডান দিকে। এই মোড় থেকেও প্রায় ১৫ কিমির কাছাকাছি পথ। মাঝপথে এক জায়গায় মিনিট ১০ দাঁড়ালাম। দেখলাম অনেক গাছ কেটে রাখা আছে।   আজ সকালে কোন টিফিন করিনি। খুব খিদে পেয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছি আর দুই পাশে দেখছি কোথায় ভাল খাওয়ার দোকান আছে। কিন্তু পাচ্ছি না। তবে একটা জিনিস এই পথের শোভা সত্যি অবর্ণনীয়। পুরো ফাঁকা রাস্তা। অনেকে যারা লং ড্রাইভ করতে ভাল বাসেন, তারা এই পথে এলে যে মন্দ লাগবে না, সেই গ্যরান্তি আমি