পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Darjeeling Tour ( Part - 3 )

ছবি
গত পর্বের লিঙ্ক ঃ https://travellingsourav.blogspot.com/2022/04/Darjeeling%20Zoo-Tenzing%20Rock-%20Tea%20Garden-Peace%20Pagoda-Rock%20Garden.html   তৃতীয় দিন (১৯/১০/২০২১)ঃ আজ আমাদের হোটেল ছাড়ার পালা। আগের দিন খোঁজ নিয়ে জেনেছি সকাল ১১ টা নাগাদ কালিম্পং এর গাড়ী ছাড়ে শেয়ার গাড়ীর স্ট্যান্ড থেকে। সকালে উঠে গরম জলে স্নান সেরে নিলাম।ব্যাগ আগের রাতে কিছুটা গুছিয়ে রেখেছিলাম, আজ স্নান সারার পর বাকিটা কমপ্লিট করে নিলাম। বৃষ্টি কিন্তু সেই আগের রাত থেকে যে রকম মুষলধারে পড়ছিল তার থেকে একটুও কমেনি।হোটেলে দেখি বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছে, মেঝে একদম ভিজে গেছে, খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে। আমরা হোটেলের ভাড়া মিটিয়ে, ব্যাগ গুছিয়ে নীচে নেমে এলাম। এবার প্রাতঃরাশ এর পালা। জল-খাওয়ার খেয়ে আমরা ছাতা নিয়ে চললাম শেয়ার গাড়ীর স্ট্যান্ড-এর দিকে।আমরা গিয়ে কত নম্বর গাড়ীতে উঠবো জেনে নিলাম।কিন্তু বৃষ্টির জন্য কোন গাড়ী-ই এসে হাজির হয়নি। প্রায় ১-দেড় ঘণ্টা দাঁড়ানোর পর গাড়ী গুলো আসতে শুরু করল। আমরাও গাড়ীতে উঠলাম।ব্যাগ গুলো সব গাড়ীর ছাদে বেঁধে নিল।গাড়ী চলতে শুরু করল। ভাড়া নিল জনপ্রতি ২৫০/- টাকা, তবে এটি বুকিং সেন্টার-এ দ