Purulia's Charida Village, Turga Dam, Lahoriya Shiv Mandir, Upper & Lower Dam tour by Bike
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গত পর্বের লিঙ্ক ঃ https://travellingsourav.blogspot.com/2022/12/Mayur%20PaharBamni%20FallsTurga%20Falls%20%20Marbel%20Lake.html
খাওয়ার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম Charida Village।অনেক মুখোশ দেখলাম। কেও তৈরি করছে, এবার কেও পশরা সাজিয়ে বসেছে, নেওয়ার জন্য ডাকছে।অনেক মুখোশের দোকান এদিক ওদিকে অনেক আছে দেখলাম। কতগুলো দোকান গলির মধ্যে, আবার কতগুলো দোকান মেন রাস্তার উপর। তবে আমরা গ্রাম বলতে যা বুঝি, চরিদা ঠিক সেইরকম গ্রামের পর্যায়ে পরে না।দেখে মনে হয় মডিফায়েড গ্রাম।আমরা কয়েকটি দোকানে ঢু দিলাম। মিনিট ১০ ঘুরে নিয়ে চললাম পেট্রোল ভরাতে। এটি গ্রামের একদম শেষ প্রান্তে।এখানে কাছাকাছি আর কোন পাম্প নেই। পাম্পের উল্টো দিকের প্রকৃতিও বেশ ভাল, সামনে ধানের খেত আর দূরে পাহাড়। আহা, সে যে কি দৃশ্য না দেখলে ফিল করা যাবে না।
এবার
আমরা চললাম Turga Dam দেখতে। বেশ কিছুটা সময় লাগল এখানে আসতে। বেশ মনোরম পরিবেশ।এক
কথায় বলতে গেলে বলতে হয় একবারে দেখলেই ভাল লেগে যাবে। চারপাশে টিলা বা পাহাড় বেষ্টনী
দিয়ে ঘেরা জলাধার। জল পাম্প করে তোলা হয়। তার জন্য অনেকটা ব্রিজ মত করা রয়েছে।এখানে
আমরা প্রায় ১০-১৫ মিনিট কাটিয়ে চললাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থানের দিকে।
সূর্য এদিকে নেমে আসছে। আমাদের পরবর্তী গন্তব্য ঠিক হল লোয়ার ড্যাম। এখানে যেতে গিয়ে পথে পড়ল “Lahoria Shiv Mandir”। আগে চললাম সেখানে। দেখি মুল মন্দিরে ঢোকার আগে একটি মন্দির আছে। এটি লক্ষ্মী-নারায়ণ এর মন্দির। এবার আমরা গেলাম মূল মন্দির চত্বরে। পুরোটা বাধানো।আমরা এদিক ওদিক ঘুরে নিলাম, পিছনের দিকে দেখি আর একটা মন্দির, সেই দিকে আর যাইনি।ইচ্ছা ছিল পাশের ড্যাম টা তে যাব।কিন্তু রাস্তা পেলাম না। মন্দিরের বাইরে এসে চা এর দোকানে ক্ষণিকের বিশ্রাম নিলাম।যে খান দিয়ে আমরা নীচে নেমেছিলাম সেই স্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। এখান থেকে ড্যাম টা বেশ ভাল দেখা যায়। এই ড্যামটার নাম “Kesto Bazar” ড্যাম। পরা বিকালে ড্যাম টা বেশ ভালই লাগছিল।এবার আমরা চললাম Lower Dam-র দিকে।
আমরা এবার উঠে চললাম ড্যামের দিকে, রাস্তা বেশ
মসৃণ, মাখনের মত। লোয়ার ড্যামের কাছে গিয়ে দেখি গেট বন্ধ। কারকে ঢুকতে দেওয়া হচ্ছে
না। জানতে পারলাম, কয়েক দিন আগে নাকি কে বা কারা মদ খেয়ে মারা গেছে। তারপর থেকে বন্ধ।
আমরা Upper Dam যাব বলে সেই রাস্তা ধরলাম। কিছুটা এগোনর পর দেখি মশলা ছোলা বসেছে।
সবাই নিলাম। কিছু ছবি নিলাম এখানে। তারপর আবার চলা শুরু হল।
আপার ড্যাম হল আজ আমাদের শেষ
দর্শনীও গন্তব্য। Lower Dam থেকে মিনিট কয়েকের দুরত্তে চলে এলাম Upper Dam এ। সূর্য্যি
মামাও প্রায় অস্তাচলে। তাও যতক্ষণ দেখা যায় আর কি! বিকাল ৫ঃ৩০ টা নাগাদ আমরা যুব আবাসে
ফিরে এলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে।
পরবর্তী পর্বের লিঙ্ক ঃ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন