Purulia's Mayur Pahar,Bamni Falls, Marbel Lake and Turga Falls by Bike
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গত পর্বের লিঙ্ক ঃ https://travellingsourav.blogspot.com/2022/12/Purulia%20Trip%20by%20bike%20.html
দ্বিতীয় দিন (১৬/১১/২২)ঃ আজ আমাদের পুরুলিয়া ভ্রমনের প্রথম দিন।আগের দিন অনেকটা জার্নি করে আসার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পরেছিলাম। উঠলাম ও সামান্য দেরী করে। উঠলাম যখন তখন দেখি ৭ঃ৩০ টা বাজে। ঠিক ছিল আজ কাছাকাছির জায়গাগুলো দেখব। তবে কোনটায় আগে যাব আর কোনটায় পরে যাব সেটা ঠিক ছিল না। আমরা বেরলাম সকাল ৯ঃ৩০ টা নাগাদ। আগে চললাম টিফিন করতে।টিফিন হিসাবে খেলাম দুই পিস পাউরুটি দিয়ে করা ডিম তস্ত। কিন্তু তাতে কি আর পেট ভরে, খেলাম সঙ্গে আনা কলা।পেট টা ভরতেই চললাম আমাদের প্রথম গন্তব্য ময়ূর পাহাড়ের দিকে।
আমরা হিলটপ রোড থেকে গাড়ী ছেড়ে Mayur Pahar আসতে সময় লাগল প্রায় ৫-৭ মিনিট, দুরত্ত ১- দেড় কিমি। সামনেই দেখলাম সবাই বাইক ও গাড়ী রেখেছে। আমরাও আমাদের গাড়ী রেখে ব্যাগ নিয়ে চললাম উপরের দিকে। কিছুটা হেঁটে গিয়ে একটা জায়গায় পড়লাম। এইখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। পুরো সবুজে সবুজ।চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে এক নাগাড়ে কিছুক্ষণ চেয়ে থাকলেই মনে হবে চোখ ভালো হয়ে যাবে। এই স্থানে মিনিট পাঁচেক মত থেকে চললাম এর ঠিক উপরের অংশে। এখানে উঠে দেখলাম চারপাশের দৃশ্য মনোরমের থেকেও যদি আরও বেশী কিছু থাকে তাই-ই।এখানে ফটো সেশন হল, ভিডিও-ও হল।দেখলাম আছে একটা ওয়াচ টাওয়ার, কিন্তু গেট বন্ধ।এখানে প্রায় মিনিট ১০ কাটিয়ে নেমে চললাম। এখানে এর থেকে বেশী কিছু দেখার বা থাকারও নেই, শুধু প্রকৃতি ছাড়া। এবার আমরা Mayur Pahar থেকে চললাম আমাদের পরবর্তী গন্তব্য-র উদ্দেশ্যে।
আমাদের পরবর্তী গন্তব্য ছিল Marbel Lake এর উপরি ভাগ।ময়ূর পাহাড় থেকে বেশিক্ষণ লাগে নি। মিনিট ১০-১৫ এর দুরত্ত। দেখলাম একটা
ছাউনি মত করা আছে। সেখান থেকে লেকটাকে দেখতে বেশ ভালই লাগছিল। দূরের প্রকৃতি কুয়াশার
জন্য ঝাপসা লাগছিল, তবে যে টুকু দেখা যাচ্ছিল তাও কিন্তু কিছু কম না। এখানে কয়েকটা
ছবি ও ভিডিও তুলে চললাম পরের গন্তব্বের দিকে।
একটা ছোট জায়গার মধ্যে সেটি জমা হয়ে আবার কিছুটা এগিয়ে গিয়ে নীচের দিকে চলে যাচ্ছে। এখানে আমরা মিনিট ১০ থেকে আবার নীচের দিকে নামতে লাগলাম। এই চলার পথ আরও খাঁড়াই।এই পথে ৫-৭ মিনিট চলার পর এলো বামনীর দ্বিতীয় অংশ। উপরের পাথরের গা বেয়ে জল নামছে, এই জায়গায় দেখলাম অনেকটা জায়গা জুড়ে জল জমা হয়ে কিছুটা গিয়ে নীচের দিকে ঝরে পড়ছে।এই জলে কয়েক জন স্থানীয় স্নান করছিল, আবার অনেকে জলে নেমে নীচের পাথর গুলতে গিয়ে ছবি তুলছিল। জল দেখলাম খুব ঠাণ্ডা। এই জলে আবার ছোট ছোট ক্যাট ফিসের মত মাছ আছে।জলে পা রাখলে পায়ের কাছে এসে কুট কুট করে কামড়াচ্ছে।আমরাও জলে নামলাম, পা ভেজালাম, ছবি তুললাম। মিনিট ১৫ এখানে থেকে এবার উঠতে শুরু করলাম। উঠে গাড়ীর কাছে আসতে আমাদের আরও ১৫-২০ মিনিট সময় লাগল।আমরা আবার এগিয়ে Bamni Falls ছেড়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।
এবার আমাদের গন্তব্যস্থল ছিল কয়েক কিমি দুরের Turga Falls।ঠিক কতক্ষণ লাগল পৌঁছাতে মনে নেই।দেখলাম ফলস এ নামার রাস্তাটা খুব ছোট। কয়েক ধাপ নামলাম, পথ কিন্তু খুব খাঁড়াই।পাথর কেটে সিঁড়ি বানানো হয়েছে। এটি যদিও রাস্তা থেকে খুব একটা বেশী নীচে নয়। এখানে প্রায় মিনিট পাঁচেক থেকে উঠে এলাম। পেটে খিদেতে ছুঁচোয় ডন দিচ্ছে।তবে দেখলাম রাস্তার পাশে এখানে দোকানীরা পশরা সাজিয়ে বসেছে।
আমরা পাহাড়ি পথ বেয়ে নীচে নামে
এলাম।দুপুরের খাওয়ার হিসাবে খেলাম সব্জি ভাত সঙ্গে এক প্লেট মাংস।এরপর আমাদের পরবর্তী
গন্তব্য হল চরিদা গ্রাম।
পরবর্তী পর্বের লিঙ্ক ঃ
এই পর্বের ইউটিউব ভিডিও লিঙ্ক ঃ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন