Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Purulia's Muruguma Dam, Marble Lake & Upper Dam tour

 গত পর্বের লিঙ্ক ঃ   https://travellingsourav.blogspot.com/2023/01/Purulias%20UsulDungri%20view%20point%20%20Cholcholi%20Jharna.html


আমাদের পরবর্তী গন্তব্য ঠিক হল Muruguma Dam। আমরা ছলছলি ঝর্ণা দেখে বেরিয়েছিলাম দুপুর ১ঃ২৫ টায় আর মুরুগুমাতে পউছালাম ২ টর কাছাকাছি সময়।আমাদের পেরতে হল প্রায় ১০ কিমি পথ। লাল মাটির মোড়াম বিছানো পথে আমরা সামনের দিকে এগিয়ে চললাম।ড্যাম বলতে আমরা যে রকম বুঝি। চারপাশে টিলা বা ছোট পাহাড় আর মাঝখানে জলাধার। সূর্যের আলো জলে পরে জল ঝিকমিক ঝিকমিক করছে। এখানে প্রায় ১ ঘণ্টার কাছাকাছি এদিক ওদিক ঘুরে আমরা চললাম হিলটপ রোডের দিকে।পেট খিদেতে চো চো করছে।

                     Muruguma Dam দেখে হিলটপ রোডের একটা হোটেলে চলে এলাম দুপুরের খাওয়ার জন্য। সব্জি ভাত সঙ্গে অমলেট সহকারে চলল দুপুরের খাওয়ার।আমাদের গাড়ীর ইঞ্জিন খুব গরম হয়ে গিয়েছিল, তাই এখানে ১ ঘণ্টার কাছাকাছি সময় কাটালাম। 


                      সূর্য মামা এখনও ডুব দিতে কিছুটা সময় বাকি আছে।এবার আমাদের গন্তব্য হল Marble Lake এর নিম্ন ভাগ। এর আগের দিন আমারা দেখেছিলাম উপরি ভাগ।চললাম আমাদের ঘোড়া ছুটিয়ে। কয়েক মিনিটের মধ্যেই চলে এলাম লেকের নীচের অংশে। গাড়ী একপাশে রেখে পাথুরে পথ বেয়ে নামতে লাগলাম নীচের দিকে। পাথর কেটেই এই লেকটা বানান হয়েছে। যদিও এখন আর হয় না। বরঞ্চ এই জমা জল পুরুলিয়াতে ব্যবহার করা হয় পানীয় জল হিসাবে। তাই এখানে কাপর কাচা বা স্নান করা একদমই নিষিদ্ধ। এই দুটোর একটাও করলে ৫০০/- ফাইন হতে পারে।আমরা যখন লেকে গিয়ে পউছালাম তখন জায়গাটা পুরো জনশূন্য, যত বেলা গড়াতে লাগল তত লোকজন আরও বাড়তে লাগল। আমরা এখানে প্রায় ১ ঘণ্টার কাছাকাছি রইলাম, সব দিক ঘুরে দেখলাম।নীচে যাওয়ার সময়ই দেখে গিয়েছিলাম বেশ কিছু চায়ের দোকান আছে। মিনিট ১৫ Marble Lake কাটিয়ে চললাম পরের গন্তব্যের দিকে।

                     এখনো সূর্যাস্ত হতে কিছুটা সময় বাকি আছে। আবার কাছাকাছি ঘুরে দেখার মত কোন জায়গা বাকি নেই। তাই আমরা চললাম Upper Dam এর দিকে, সেখান থেকে সূর্যাস্ত দেখব। কয়েক মিনিটের ব্যবধানে আমরা চলে এলাম আপার ড্যামে। সূর্য তখন কমলা রঙের হয়ে গিয়েছে। সামনেই পড়েছে ছোট মেঘ, তার কোলে মুখ লুকিয়েছে।চারপাশটা কেমন যেন কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। ঠিক দেখতে দেখতে ২ মিনিটের মধ্যে সূর্য  ডুবে গেল। দাড়িয়ে দাড়িয়ে উপভোগ করতে লাগলাম চারপাশটা। আমাদের পুরুলিয়া ভ্রমন প্রায় শেষ। বলতে গেলে আর দুই একটা স্পট দেখা বাকি। বাকি গুলো কাল সেরে ফেলব। বিকাল ৫ঃ৩০ টা নাগাদ আমরা Upper Dam থেকে ফিরে এলাম আমাদের ইয়ুথ হস্টেলে।

                     আমরা বাড়ী থেকে প্রত্যেকেই কিছু না কিছু খাওয়ার নিয়ে গিয়েছিলাম।তাই দিয়ে সান্ধ্য ভোজ হল।বিশেষ করে মুড়ি, চানাচুর আর কফি।

                     এখানকার ঠাণ্ডা অনেকটা বেশী আমাদের ওখান থেকে। তাই আমরা ৯ঃ৩০টার মধ্যে খাওয়া সেরে যার যেইটুকু কাজ ছিল সেইটুকু সেরে শুয়ে পড়লাম। আগামী দিনে আমাদের বাকি স্পট গুলো দেখতে হবে।


এই পর্বের ভিডিও লিঙ্ক ঃ 


পরবর্তী পর্বের লিঙ্ক ঃ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tarapith Tour with Sonajhuri haat

Joyrambati & Kamar Pukur

North INDIA Tour 2007 (Part 3) - Mathra-Brindabon