Purulia's Offbeat destination Usuldungri & Cholcholi Jharna
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গত পর্বের লিঙ্ক ঃ https://travellingsourav.blogspot.com/2022/12/Charida-Turga%20Dam-Upper%20%20Lower%20Dam%20Lahoriya%20Shiv%20Mandir%20tour.html
তৃতীয় দিন (১৭/১১/২২)ঃ সকাল ৬ টা তে আমার ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে নীচে এলাম, যুব আবাসের চারপাশের ফটো ভিডিও করব বলে। এর পেছন দিকে একটা ওয়াচ টাওয়ার আছে। উঠে পড়লাম তাতে।কিছুক্ষণ পর ফিরে এলাম ঘরে। ব্রেকফাস্ট সেরে বেরলাম ৯ঃ৩০ টা নাগাদ। আমরা গতকালই অনেকটা জায়গা ঘুরে নিয়েছি। তাও বলতে গেলে এখনো অনেক জায়গাই বাকি আছে। বেড়াতে যাওয়ার আগে আমরা সবচেয়ে প্রথমে চললাম রাতের খাওয়ার এর জন্য বলতে। আজ একটা গোটা মুরগী কিনে সেটা ছাড়িয়ে, কাটিয়ে, রান্না করতে দিয়ে এলাম। বলে এলাম রাতে ৮ঃ৩০ টা নাগাদ নিয়ে যাব।
আজ আমাদের প্রথম গন্তব্য হল UsulDungri ভিউ পয়েন্ট। হিল টপ থেকে উসুল ডুংরির দুরত্ত ৮ কিমি। কিন্তু আমরা সোজা রাস্তায় না গিয়ে জিগ্যাসা করতে করতে গ্রামের রাস্তার মধ্যে গিয়েছিলাম তাই আমাদের দুরত্ত অতিক্রম করতে হল প্রায় ১০ কিমি, ২ কিমি বেশী। যাই হোক ঘুরতে এসেছি তো? রাস্তা কিন্তু বেশ উঁচু নিচু। আমরা গ্রামের মধ্যে দিয়ে যত এগোতে লাগলাম সামনের দৃশ্যপট তত পরিবর্তিত হতে লাগল। একটা সময় এসে দেখি রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। কোন দিক UsulDungri-র দিকে যাবে ঠিক করতে পারছি না।এমনই জায়গা যে আশেপাশে কোন লোক জন নেই যে কারকে জিগ্যাসা করে এগিয়ে যাব। মিনিট পাঁচেক পর দেখি একটা বাইক আসছে, তাকে জিগ্যাসা করাতে সে তার পেছনে আসতে বলল। এবার আমরাও চললাম। আরও প্রায় ২-৩ কিমি চলার পর আমরা যে জায়গায় এসে পউছালাম তার প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা সবাই হতবাক। ঠিক এই রকম একটা জায়গা যে পুরুলিয়াতে আছে তা আমরা কল্পনাই করতে পারিনি। তবে একটা কথা আপনাদের কে আগেই বলে রাখি। এখানে কিন্তু কোন চারচাকা ঢোকে না।আমরা বাইকে এসেছি বলে চারপাশ বেশ ভাল মত উপভোগ করতে করতে এসেছি। গ্রামের মধ্যে দিয়ে আমরা যে ভাবে এসেছি মনে হচ্ছিল সারাটা পথের ভিডিও করতে করতে যাই।আমরা যেখানে এসে দাঁড়ালাম, সেখান থেকে চারপাশের পুরোটা রেঞ্জ একদম স্পষ্ট দেখা যায়। চারদিকে শুধু সবুজে সবুজ। ইচ্ছে করলেই এখানে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। উঠলাম তাতে। ভিডিও তে তুলে নিলাম ৩৬০ ডিগ্রী ভিউ, আমার আপনার সকলের জন্য। UsulDungri তে আমরা প্রায় ১ ঘণ্টা থাকলাম। এবার অন্য জায়গায় যাওয়ার পালা। আমরা এবার ফিরে চললাম হিলটপ রোডের উদ্দেশ্যে। চলেছি নতুন রাস্তা পুনিয়া শাসন মোড় ধরে, যাব সীতারাম পুরের দিকে এক নতুন জায়গায়।
আমরা আন্দাজও করতে পারিনি, আমাদের জন্য আর এক বিস্ময়কর জায়গা অপেক্ষা করেছিল।আমরা এবার যে জায়গাটা তে এসে পউছালাম সেটি হল Cholcholi Jharna। অনেকে এর নাম শুনেছেন এবার অনেকে হয়ত শোনেন নি। বলতে গেলে এটি পুরুলিয়ার একটি অফবিট জায়গা। এই জায়গাতে কেও খুব একটা আসে না। আর জায়গাটিতে পুরো বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা ঐ গ্রামে পৌঁছানো মাত্রই বেশ কয়েকটি বাচ্ছা ছেলে এসে আমাদের ‘গাইড’ নিতে বলল। আমরা অতটা কেয়ার করিনি। আমরা জানি আমরা নিজেরাই চলে যেতে পারব। তাই নিজেরাই চলতে শুরু করলাম। এক সময় গিয়ে আর পথ খুঁজে পাইনি। ভুল পথে পা বাড়াতেই পেছন থেকে কারা যেন বলে উঠল, ঐ দিকে না। আমরা পিছনের দিকে ফিরে তাকাতেই দেখলাম সেই বাচ্চা ছেলে গুলি, ওরা যে আমাদের কখন থেকে ফলো করছে আমরা টেরই পাইনি। তাদের মধ্যে থেকেই একজন কে আমরা বেছে নিলাম।
সে আমাদেরকে পথ দেখাতে দেখাতে নিয়ে চলল। বন জঙ্গলের মধ্যে দিয়ে, কোথাও মাটি কেটে ড্রেন মত বানানো, আবার কোথাও বাঁশ দিয়ে পথ বন্ধ করে দেওয়া। আমরা যখন এর মধ্যে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমরা কোন এডভেঞ্ছার করতে যাচ্ছি। আসলে ঠিক তাই আমরা যে ভাবে গেলাম আর এলাম তা একপ্রকার এডভেঞ্ছার-ই বটে। সব শেষে আমরা যেখানে গিয়ে পউছালাম তা এক দেখাতেই আমাদের মন ভরিয়ে দিল। এটাই হল Cholcholi Jharna, দূরে পাথরের উপর থেকে জল এসে বয়ে চলেছে নীচের দিকে। চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। তারপর আবার কাশ ফুল ফুটে রয়েছে। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তাই রোদ গায়েতে অতটা প্রভাব ফেলছে না। জল, পাথর আর জঙ্গলকে আমরা প্রায় ১ ঘণ্টা ধরে উপভোগ করলাম। বিভিন্ন আঙ্গিকে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। এবার ফিরে যাওয়ার পালা। চারপাশে প্রচুর ফসল ফলান হচ্ছে। ধান খেতও আছে। ছোট ছেলেটি বলল, এখানে হাতি আসে। প্রমান সরূপ সে ধানের ক্ষেতে পায়ের দাগ দেখাল। আমাদের জঙ্গল পথ পার করে আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখানে আসতে প্রায় ১০-১৫ মিনিট সময় লাগল। বাচ্চা ছেলেটিকে আমরা নিজেদের মত করে কিছু বকশিস দিলাম। তারপর ধুলো ওড়ান আধ-পাকা পথ দিয়ে আমরা চললাম আমাদের পরের গন্তব্যের দিকে।বাই বাই Cholcholi Jharna।
আগামী পর্বের লিঙ্ক ঃ
এই পর্বের ইউটিউব ভিডিও ঃ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন