Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Purulia's Offbeat destination Usuldungri & Cholcholi Jharna

 গত পর্বের লিঙ্ক ঃ  https://travellingsourav.blogspot.com/2022/12/Charida-Turga%20Dam-Upper%20%20Lower%20Dam%20Lahoriya%20Shiv%20Mandir%20tour.html



তৃতীয় দিন (১৭/১১/২২)ঃ  সকাল ৬ টা তে আমার ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে নীচে এলাম, যুব আবাসের    চারপাশের ফটো ভিডিও করব বলে। এর পেছন দিকে একটা ওয়াচ টাওয়ার আছে। উঠে পড়লাম তাতে।কিছুক্ষণ পর ফিরে এলাম ঘরে। ব্রেকফাস্ট সেরে বেরলাম ৯ঃ৩০ টা নাগাদ। আমরা গতকালই অনেকটা জায়গা ঘুরে নিয়েছি। তাও বলতে গেলে এখনো অনেক জায়গাই বাকি আছে। বেড়াতে যাওয়ার আগে আমরা সবচেয়ে প্রথমে চললাম রাতের খাওয়ার এর জন্য বলতে। আজ একটা গোটা মুরগী কিনে সেটা ছাড়িয়ে, কাটিয়ে, রান্না করতে দিয়ে এলাম। বলে এলাম রাতে ৮ঃ৩০ টা নাগাদ নিয়ে যাব।

                      আজ আমাদের প্রথম গন্তব্য হল UsulDungri ভিউ পয়েন্ট। হিল টপ থেকে উসুল ডুংরির দুরত্ত ৮ কিমি। কিন্তু আমরা সোজা রাস্তায় না গিয়ে জিগ্যাসা করতে করতে গ্রামের রাস্তার মধ্যে গিয়েছিলাম তাই আমাদের দুরত্ত অতিক্রম করতে হল প্রায় ১০ কিমি, ২ কিমি বেশী। যাই হোক ঘুরতে এসেছি তো? রাস্তা কিন্তু বেশ উঁচু নিচু। আমরা গ্রামের মধ্যে দিয়ে যত এগোতে লাগলাম সামনের দৃশ্যপট তত পরিবর্তিত হতে লাগল। একটা সময় এসে দেখি রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। কোন দিক  UsulDungri-র দিকে যাবে ঠিক করতে পারছি না।এমনই জায়গা যে আশেপাশে কোন লোক জন নেই যে কারকে জিগ্যাসা করে এগিয়ে যাব। মিনিট পাঁচেক পর দেখি একটা বাইক আসছে, তাকে জিগ্যাসা করাতে সে তার পেছনে আসতে বলল। এবার আমরাও চললাম। আরও প্রায় ২-৩ কিমি চলার পর আমরা যে জায়গায় এসে পউছালাম তার প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা সবাই হতবাক। ঠিক এই রকম একটা জায়গা যে পুরুলিয়াতে আছে তা আমরা কল্পনাই করতে পারিনি। তবে একটা কথা আপনাদের কে আগেই বলে রাখি। এখানে কিন্তু কোন চারচাকা ঢোকে না।আমরা বাইকে এসেছি বলে চারপাশ বেশ ভাল মত উপভোগ করতে করতে এসেছি। গ্রামের মধ্যে দিয়ে আমরা যে ভাবে এসেছি মনে হচ্ছিল সারাটা পথের ভিডিও করতে করতে যাই।আমরা যেখানে এসে দাঁড়ালাম, সেখান থেকে চারপাশের পুরোটা রেঞ্জ একদম স্পষ্ট দেখা যায়। চারদিকে শুধু সবুজে সবুজ। ইচ্ছে করলেই এখানে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। উঠলাম তাতে। ভিডিও তে তুলে নিলাম ৩৬০ ডিগ্রী ভিউ, আমার আপনার সকলের জন্য। UsulDungri তে আমরা প্রায় ১ ঘণ্টা থাকলাম। এবার অন্য জায়গায় যাওয়ার পালা। আমরা এবার ফিরে চললাম হিলটপ রোডের উদ্দেশ্যে। চলেছি নতুন রাস্তা পুনিয়া শাসন মোড় ধরে, যাব সীতারাম পুরের দিকে এক নতুন জায়গায়। 



                       আমরা আন্দাজও করতে পারিনি, আমাদের জন্য আর এক বিস্ময়কর জায়গা অপেক্ষা করেছিল।আমরা এবার যে জায়গাটা তে এসে পউছালাম সেটি হল Cholcholi Jharna। অনেকে এর নাম শুনেছেন এবার অনেকে হয়ত শোনেন নি। বলতে গেলে এটি পুরুলিয়ার একটি অফবিট জায়গা। এই জায়গাতে কেও খুব একটা আসে না। আর জায়গাটিতে পুরো বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা ঐ গ্রামে পৌঁছানো মাত্রই বেশ কয়েকটি বাচ্ছা ছেলে এসে আমাদের ‘গাইড’ নিতে বলল। আমরা অতটা কেয়ার করিনি। আমরা জানি আমরা নিজেরাই চলে যেতে পারব। তাই নিজেরাই চলতে শুরু করলাম। এক সময় গিয়ে আর পথ খুঁজে পাইনি। ভুল পথে পা বাড়াতেই পেছন থেকে কারা যেন বলে উঠল, ঐ দিকে না। আমরা পিছনের দিকে ফিরে তাকাতেই দেখলাম সেই বাচ্চা ছেলে গুলি, ওরা যে আমাদের কখন থেকে ফলো করছে আমরা টেরই পাইনি। তাদের মধ্যে থেকেই একজন কে আমরা বেছে নিলাম।


 সে আমাদেরকে পথ দেখাতে দেখাতে নিয়ে চলল। বন জঙ্গলের মধ্যে দিয়ে, কোথাও মাটি কেটে ড্রেন মত বানানো, আবার কোথাও বাঁশ দিয়ে পথ বন্ধ করে দেওয়া। আমরা যখন এর মধ্যে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমরা কোন এডভেঞ্ছার করতে যাচ্ছি। আসলে ঠিক তাই আমরা যে ভাবে গেলাম আর এলাম তা একপ্রকার এডভেঞ্ছার-ই বটে। সব শেষে আমরা যেখানে গিয়ে পউছালাম তা এক দেখাতেই আমাদের মন ভরিয়ে দিল। এটাই হল Cholcholi Jharna, দূরে পাথরের উপর থেকে জল এসে বয়ে চলেছে নীচের দিকে। চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। তারপর আবার কাশ ফুল ফুটে রয়েছে। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তাই রোদ গায়েতে অতটা প্রভাব ফেলছে না। জল, পাথর আর জঙ্গলকে আমরা প্রায় ১ ঘণ্টা ধরে উপভোগ করলাম। বিভিন্ন আঙ্গিকে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। এবার ফিরে যাওয়ার পালা। চারপাশে প্রচুর ফসল ফলান হচ্ছে। ধান খেতও আছে। ছোট ছেলেটি বলল, এখানে হাতি আসে। প্রমান সরূপ সে ধানের ক্ষেতে পায়ের দাগ দেখাল। আমাদের জঙ্গল পথ পার করে আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখানে আসতে প্রায় ১০-১৫ মিনিট সময় লাগল। বাচ্চা ছেলেটিকে আমরা নিজেদের মত করে কিছু বকশিস দিলাম। তারপর ধুলো ওড়ান আধ-পাকা পথ দিয়ে আমরা চললাম আমাদের পরের গন্তব্যের দিকে।বাই বাই Cholcholi Jharna। 

আগামী পর্বের লিঙ্ক ঃ 



এই পর্বের ইউটিউব ভিডিও ঃ  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tarapith Tour with Sonajhuri haat

Joyrambati & Kamar Pukur

North INDIA Tour 2007 (Part 3) - Mathra-Brindabon