পোস্টগুলি

নভেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

North INDIA Tour 2007 (Part 4) - Delhi

ছবি
 পূর্ববর্তী পর্বের জন্য পাশের লিঙ্ক টি দেখুন   https://travellingsourav.blogspot.com/2020/11/Mathura-Vrindavan.html ২৬ শে নভেম্বর –      আজ সকাল ৪ঃ৩০ টা নাগাদ আমা দের বেড টি দেওয়া হল। ৫ঃ৩০ আমাদের সবার লাগেজ বাসে তোলা হল। আমরা আশ্রম ছাড়লাম ৬ঃ৩০ টায়, রওনা হলাম দিল্লির পথে। পথের মাঝে ৮ঃ৪৫ টা নাগাদ এক ধাবায় টিফিন খেলাম। বৃন্দাবন থেকে দিল্লির দূরত্ব ১৪৫ কিমি। সকাল  ১০ঃ৩০ টা নাগাদ আমরা দিল্লি পৌঁছেই চললাম “ Lotus Temple ” দেখতে। কিন্তু সোমবার বন্ধ থাকার জন্য আমরা চলে এলাম হোটেলে। তখন বাজে ১২ঃ৩০ টা। হাত মুখ ধুয়ে সবাই ফ্রেশ হয়ে নিলাম। দুপুরের খাওয়া সারার পর ২ টো নাগাদ আমরা চললাম সাইট সিন দেখতে। আমাদের একজন গাইড দেওয়া হল যিনি দিল্লির দরশনিও স্থান গুলি ঘুরিয়ে দেখাবেন। সর্বপ্রথমে আমরা গেলাম বিড়লা মন্দিরে, সেখান থেকে নিউ দিল্লির কালিবাড়ী। সেখান থেকে গাইড আমাদের নিয়ে চললেন গাড়ীতে করে (এই সব জায়গায় জন সাধারনের যাওয়া নিষেধ) রাষ্ট্রপতি ভবন, রেল মন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন, লালকেল্লা, জুম্মা মসজিদ ইত্যাদি। এখান থেকে আমরা চললাম “INDIA Gate” দেখতে। এখানে আমাদের সময় দেওয়া হল ২০ মিনিট। এর সামনে কিছু ফটো তো

North INDIA Tour 2007 (Part 3) - Mathra-Brindabon

ছবি
পূর্ববর্তী পর্বের জন্য পাশের লিঙ্ক টি দেখুন  https://travellingsourav.blogspot.com/2020/11/Agra-TajMahal-AgraFort-AkbarsTomb.html          প্রথমে আমরা জেনে নেব Mathura ও Vrindavanএ দেখার জায়গা কি কি আছে - গোবর্ধন পর্বত, শ্রী কৃষ্ণের জন্মস্থান মন্দির, দারকাধিশ মন্দির, বিশ্রাম ঘাট, বিড়লা মন্দির, রাঙজী মন্দির, রাধা কুণ্ড, কুসুম সরবোর, রাধা বল্লভ মন্দির, মাথুরা মিউজিয়াম, জামা মসজিদ মথুরা, কোকিলাভান, ভুতেস্বর মহাদেব মন্দির, বৈস্নো দেবী ধাম, কংসের কিলা, গোপেস্বর মহাদেব মন্দির, জয় গুরুদেভ মন্দির, চামুণ্ডা দেবী মন্দির মথুরা, পোতারা কুণ্ড, দাউজি মন্দির, ডলফিন ওয়াটার ওয়ার্ল্ড ও নান্দগাও।           বাসে করেই সর্ব প্রথম আমরা এলাম Mathuraয়, শ্রীকৃষ্ণের জন্মস্থানে। এখানে আছে কংসের কারাগার। এখানে আছে যোগমায়ার মন্দির, আছে কংসের একটি পেতলের মূর্তি। এরই মাঝখানে আছে একটি বিশাল মন্দির, কিন্তু কিসের সেটা ঠিক খেয়াল করলাম না, কারণ আমরা অত দূর যাইনি, এখানে আমরা প্রায় আধ ঘণ্টা থেকে পৌনে সাতটা নাগাদ বাসে ফিরে এলাম। বাসে এসে পাঊরুটি, কেক ও কড়াইশুটির ঘুগনি দিয়ে সন্ধ্যার টিফিন সারলাম। এরপর আমরা চলে এলাম Vrindavanএ

North INDIA Tour 2007 (Part 2) - Agra

ছবি
  আগের পর্বে (  https://travellingsourav.blogspot.com/2020/11/Varanasi-ViswanathTemple-etc.html  )  আমি বেনারসের আমাদের দেখা দর্শনীও স্থান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ তার পর থেকে -  ২৩ শে নভেম্বর -   আজ সকাল ৬ টা নাগাদ আমাদের ঘুম ভেঙ্গে গেল। অন্যান্য দিনের মত এই ট্রেন আজও লেট করল Agra Fort  পৌঁছাতে। চলতে চলতেই দেখলাম যমুনা station পাড় হওয়ার পর যমুনা নদী পেড়িয়ে আমরা চলে এলাম  আগ্রা fort station এ। সকাল ১০ঃ৩০ টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দেওয়া হল। ১১ঃ৩০ টা বাজল আমাদের আগ্রা fort পৌঁছাতে। station থেকে আমরা বাসে করে এলাম হোটেল “রঞ্জিত” এ। দুপুর ১ঃ৩০ টা নাগাদ আমরা দুপুরের খাওয়ার খেলাম। এরপর ২ঃ৪৫ টায় আমরা রওনা দিলাম ফতেপুর সিক্রি র উদ্দ্যেশে। কোন কারনে রাস্তায় র‍্যফ থাকার জন্য আমাদের সেখানে পউছালাম পৌনে পাঁচটায়। তারাতারি করে ১০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে চলে গেলাম। এরপর আমরা একজন গাইডের  সাহায্য নিয়ে ঐতিহাসিক স্থান গুলির বর্ণনা শুনলাম সঙ্গে কিছু ফটোও তুলে নিলাম। প্রায় ১ ঘণ্টা ধরে ঘোরার পর আমরা সবাই মিলে বাসে ফিরে এলাম।                                        এর মধ্যে ঘটল একটি অপ্রত্যাশিত ঘটনা

North INDIA Tour 2007 (Part 1) - Varanasi

ছবি
  অনেক দিন পর আমি বসেছি, আমাদের বেড়াতে যাওয়ার পুড়নো Album নিয়ে। উদ্দেশ্য পুরনো দিনের বেড়াতে যাওয়ার স্মৃতি রোমন্থন করা। খুব ভালো কথা, চলছে আমার ছবি দেখা। কিছুক্ষণ দেখার পর গেলাম আটকে, কারন Album এর ছবি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। দুই পাতার মাঝে যে পাতলা মত আস্তরন থাকে তার সাথে ছবি গুলো একদম চেপে বসে যাচ্ছে। অনেক চেষ্টা করে সেই গুলো খুললাম। আমার আজকের এই ভ্রমন কাহিনী শুরু সেই নষ্ট ছবি পুনরুদ্ধার করাকে নিয়ে। তাই আমি প্রথমেই বলে রাখি, এই ভ্রমন কাহিনিতে অনেক ছবি নষ্ট হয়ে যাওয়ার জন্য দিতে পারলাম না। তাই আমি আন্তরিক দুঃখিত।   আর একটা কথা, এই ভ্রমন কাহিনীটা আমার কাছে এতদিনের সবচেয়ে বড় কাহিনী হতে চলেছে। আরও একটা কথা এই বছর টা, আমার জীবনে বেড়াতে যাওয়ার জন্য “গোল্ডেন ইয়ার”, কারন এই বছর আমি তিন জায়গায় বেড়াতে গিয়েছিলাম। বছরের প্রথম (জানুয়ারী) দিকে চাঁদিপুর, অগাস্ট মাস নাগাদ বকখালি এবং নভেম্বর এ সমগ্র উত্তর ভারত। সমগ্র উত্তর ভারত বলতে আমরা গিয়েছিলাম  Varanasi , আগ্রা, মথুরা-ব্রিন্দাবন, দিল্লি ও হরিদ্বার হয়ে বাড়ী। এখানে ১ টা কথা বলি, আমি এখানে পুরোটাই আমার ডাইরি থেকে তুলে দিচ্ছি। আমি আশা রাখছি, এই ভ্রমন কা