পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Darjeeling Tour ( Part - 2 )

ছবি
গত পর্বের লিঙ্ক -   https://travellingsourav.blogspot.com/2022/04/Darjeeling-Mall%20Road-Mahakal%20Temple.html দ্বিতীয় দিন(১৮/১০/২১)ঃ ৬ঃ৩০ টার সময় অ্যালার্ম দেওয়া ছিল। উঠে পড়লাম। মনে বেশ আনন্দ লাগছিল। বাইকে করে পাহাড়ের কোলে বেড়াব। বাইকের দোকানের লোকটা বলে দিয়েছিল ৮ঃ৩০ টা নাগাদ আসতে, তখন আমাদের ভাড়া করা যে বাইক টা অন্য লোকে নিয়ে গেছে সে দিয়ে যাবে। আমরা সকালের প্রাতঃরাশ খেয়ে ধীরে সুস্থে এগিয়ে চললাম বাইকের দোকানের দিকে। প্রাতরাশ হিসাবে আমরা খেলাম লুচি সঙ্গে আলু-র তরকারী।এবার চলেছি ম্যালের দিকে। দোকানের কাছে চলে এলাম,দেখি দোকান খোলে নি।সময় এখনও একটু বাকি আছে। কাছেই ঘুরতে লাগলাম।হাল্কা বৃষ্টি নামল, পাহাড়ি রাস্তায় বাইক চালাব, এই ভেজার মধ্যে, ভাবলেই একটু একটু ভয় করছে। আরও আধ ঘণ্টা কেটে গেল।দোকান খোলার নাম নেই। ফোন করলাম, ওনারাই জিগ্যাসা করল, যে বাইকটি তে আমরা যাব সেটি এসেছে কি না।এখনো আসেনি। আমার বন্ধু টি কে বললাম, অন্য বাইক নিয়ে চ, সে ও যাবে না, নাছোড়বান্দা, সে হিমালয়ান-ই চালাবে। এদিকে আমার মাথা গরম হতে শুরু করেছে। বন্ধু-টির উপড়েও আর সেই অচেনা বাইক নিয়ে যাওয়া লোকটির উপড়েও।কিছুক্ষণ পর বাইক নি

Darjeeling Tour (Part - 1)

ছবি
  অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম,  Darjeeling  যাব। কিন্তু কোন ভাবেই হয়ে উঠছিল না। আর যাও বা হল সেটাও একেবারে বিরক্তিকর ও ভয়াবহ।কেন? তাহলে চলুন সেই গল্পে আস্তে আস্তে ঢোকা যাক। ২০২১, সবে দুর্গাপূজা শেষ হয়েছে। একাদশীর দিন আমি আর আমার বন্ধু সম্রাট চলেছি দার্জিলিং। টিকিট প্রায় ৩ মাস আগে কাটা হয়ে গেছে। কনফার্মও হয়েছে। রাতের দার্জিলিং মেল-এ উঠলাম। রাত ১০ঃ০৫ টার ট্রেন। ঠিক সময় মতই ছাড়ল।রাতে খাওয়ার জন্য সম্রাট বিরিয়ানি এনেছিল।আমি নিয়ে গিয়েছিলাম লুচি ও তরকারী। তাই দিয়েই পেট পুজ করে শুয়ে পড়লাম।তবে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভাল, আমরা টিকিট কেটেছিলাম ২য় সিটিং এর।প্রথম বারের জন্য, কেমন লাগে দেখার জন্য।আর প্রথম বারেই এই রকম যাত্রার জন্য ঘেন্না ধরে গেল।ঠিক মত বসা গেলেও শোয়া গেলনা সেভাবে, শুতে পারার কথাও নয়।দুই বন্ধু মিলে কিছুক্ষণ করে ঘুমিয়ে নিলাম। শেষ যতটুকু মনে পরছে, আমি যেইবার ভিতর কনিকা যাই সেইবার চেয়ার কারে গিয়েছিলাম, তাও এতটা কষ্ট হয়নি।তাই ট্রেনের দুলুনি খেতে খেতে কখন দুজনেই ঘুমিয়ে পরেছি ঠিক মনে নেই। তবে মাঝে মাঝে বাইরে স্টেশনে মাইকের ঘোষণা শুনতে পাচ্ছিলাম।               প্রথম দিন(১৭/১০/২০২