পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেতাজী মোড় থেকে বেড়িয়ে অনেকটা যেতে হল

Tarapith Tour with Sonajhuri haat

ছবি
গত ১৭ই এপ্রিল ২০২১ আমরা ২ বন্ধু মিলে তারাপীঠে পূজা দিতে গিয়েছিলাম, সঙ্গে গিয়েছিলাম বক্রেস্বরে। কিন্তু আজ শুধু  তারাপীঠ ভ্রমণ নিয়ে লিখছি।  এবার এক্টূ অন্য রকম ভাবে লেখার চেষ্টা করলাম। আমি রামপ্রসাদের ভিটের ভ্রমণ কাহিনী লেখার সময় বলেছিলাম তারাপীঠ যাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু লক ডাউন ঘোষণা হওয়ার জন্য যেতে পারিনি। তবে অনেকে বলেন মা না টানলে নাকি যাওয়াও যায় না। যা হোক সব বাধা কাটিয়ে আমি আর আমার পার্টনার চললাম Tarapith । আমাদের বাহনঃ ১২৫ সিসির Glamour বাইক। যাত্রাপথ ও সময়ঃ   ভোর ৪ঃ৩৫ নাগাদ আমাদের বাড়ী থেকে বেরিয়ে ৪ঃ৫০ নাগাদ কল্যাণী এক্সপ্রেস হয়ে সুলতান গাছা রোড (পানপুর মোড় থেকে প্রায় ২৫ কিমি) ধরে NH2 (এই রাস্তার দৈর্ঘ্যও প্রায় ২৫ কিমি) পউছালাম যখন তখন প্রায় ৬ঃ১৫ বাজে। মিনিট ১৫ দাঁড়ালাম। এবার চালু করলাম বাহন। থামব শাক্তিগড়। ব্রেকফাস্ট করব। থামলাম পৌনে ৮ টায়। প্রায় ৩০ কিমি চলে এসেছি। ৫০ মিনিট রেস্ট। গাড়ী ছাড়লাম ৮ঃ৩৫ টায়। দোকানী কে জিগ্যাসা করলাম কোন রাস্তা ধরে গেলে তাড়াতাড়ি পৌঁছান যাবে। তিনি দুটি রাস্তার কথা বললেন, একটি সাইথিয়া রোড অন্যটি সিউরি রোড। শক্তিগড় থেকে আরও ১৭ কিমি গিয়ে ডান

Visakhapatnam or Vizag – Travel guide Part 3

ছবি
পূর্ববর্তী পর্বের জন্য এই লিঙ্ক টি দেখুন -  https://travellingsourav.blogspot.com/2021/04/Borra-Caves-Dolphins-Nose-Light-House-Brookfield-Beach-Durga-Temple.html চতুর্থ দিনঃ আজ বুধবার, ৩০ শে ডিসেম্বর। ভোর ৪ঃ৩০ টা নাগাদ আমার ঘুম ভেঙ্গে গেল। দেখলাম আরও অনেকে উঠে পড়েছে। আজ সকাল থেকেই ঘোরার প্ল্যান ছিল। সবাই স্নান সেরে নিলাম। ৭ টার কিছু আগে বাস চলে এলো। আজ আমাদের প্রথম গন্তব্য ছিল Simhachalam  এর “নরসিংহ“ মন্দির দেখতে। যাওয়ার পথেই আমরা ২০ মিনিটের জন্য থামলাম টিফিন করতে। প্রায় ৯ টা থেকে ৯ঃ১৫ টার মধ্যে পউছালাম সিমাচলম এর বাস স্ট্যান্ড চত্বরে। সেখান থেকে হেঁটে পাহাড়ের গা বেয়ে মন্দির প্রাঙ্গনে যেতে সময় লাগল আরও ১৫ মিনিট মত। এখানে এসে দেখলাম একপাশে সবাই জুতো খুলে রেখেছে। মন্দিরের প্রবেশ পথ সেখান থেকে একটু দূরে। এই মন্দিরে একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরোতে হয়। এর জন্য আমাদের সময় লাগল প্রায় ২০ মিনিট। এখানে যদি আপনি ঠাকুরের ভোগ খেতে চান, তাও পারবেন, আপনাকে দিতে হবে ২০ টাকা। এখানকার চারপাশের প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরম। আমরা এখানে প্রায় ১ ঘণ্টার কাছাকাছি ছিলাম। এবং বলতে গেলে প্রতিটি মুহূর্তই

Visakhapatnam or Vizag – Travel guide Part 2

ছবি
পূর্ববর্তী পর্বের জন্য এই লিঙ্ক টি দেখুন -   https://travellingsourav.blogspot.com/2021/04/Visakhapatnam.html দ্বিতীয় দিনঃ আজ ২৮ শে ডিসেম্বের, সোমবার। আজ থেকে আমাদের প্রকৃত ভ্রমণ শুরু হল। ভোর ৫ঃ৩০ টা নাগাদ ঘুম থেকে উঠে পড়লাম। হাত মুখ ধুয়ে ৭ টা নাগাদ জলখাওয়ার   খাওয়া হল, ৮ টা নাগাদ আমরা রওনা হলাম আমাদের প্রথম গন্তব্য “ Borra Caves ” এর উদ্দেশে। বাসে করে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে যেতে বেশ ভয়ই করছিল। বিশেষ করে যখন উপরে উঠছিল এবং সাইডের পাঁচিলের কাছাকাছি গিয়ে যখন স্পীড বাড়াচ্ছিল তখন। আমাদের হোটেল থেকে বোরোকেভ যেতে সময় নীল প্রায় সাড়ে ৩ ঘণ্টা। বাস যেখানে থামিয়ে দিল সেখান থেকে আবার ১০ টাকা ভাড়া দিয়ে বোরোকেভ-এর গেট পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অন্য গাড়ী লাগল। কিন্তু বলতে গেলে এটা আমাদের ফালতু গেল। এখানে এসে আবার টিকিট কাটার পালা। প্রাপ্ত বয়স্ক দের জন্য ৩০ টাকা ও ১৩ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫ টাকা করে টিকিট নিল। এছাড়াও রিলের ক্যমেরা ও মোবাইল ক্যমেরার জন্য ২৫ টাকা ও ডিজিটাল ও ভিডিও ক্যমেরার জন্য ১০০ টাকা করে চার্জ নেওয়া হল। ভেতরে গিয়ে প্রথমেই চোখে পড়ল আশেপাশের প্রাকৃতিক দৃশ্য। ক্যমেরা বন্দি হল কিছ

Visakhapatnam or Vizag – Travel guide Part 1

ছবি
  আজ ২৬ শে ডিসেম্বর, ২০০৯। ভিতর কনিকা (  https://travellingsourav.blogspot.com/2020/10/Chandabali-KanikaPalace-Baitarani.html   ) ঘুরে আসার প্রায় ১ বছর বাদে আবার বেরলাম। আর এ বার চলেছি, সকলের প্রিয় Vizag এ । ছোট বেলাতেও একবার গিয়েছিলাম বাবার অফিসের থেকে, তবে অনেক ছোট তো সেই স্মৃতি আজ ধুসর হয়ে গেছে। তাই আমার চেনা জানা এক মামা যখন বলল যাবি, দেখলাম মা-ও না করল না। তাই চললাম, সেই পুরনো স্মৃতি আবার একবার ঘসে মেজে নিতে ভাইজাগ। তা বলে রাখা ভাল, আমার মামার একটি কো-অপারেটিভ সোসাইটি আছে। মেম্বার ও অনেক। তারা মাসে মাসে টাকা জমিয়ে বছরে একবার করে ঘুরতে যান সবাই মিলে। এ বারেও সবাই মিলে ঠিক করা হয়েছিল ভাইজাগ যাবে। আমার মত দুই এক জন ছিল যারা বাইরের। তা দেখলাম, কেও সেরকম আপত্তি করল না। আমার ও বেশ ভালই লাগছিল। দেখলাম অনেকের সাথে পরিচয় হবে, যারা আমাদের জায়গাতেই থাকেন। এবার আমাদের যাত্রা শুরু হল নারায়ণ পুর নামক ঘরেরই কাছের এক জায়গা থেকে। সকালে বাড়ী থেকে ভাত খেয়েই বেরলাম, কারন কখন আবার খেতে পারব তা আমরা কেও জানি না। সকাল ৮ঃ১০ এ বাসে চেপে বসলাম। হাওড়া তে পউছালাম বেলা ১১ঃ৩০ নাগাদ। আমাদের ট্রেন এর নাম ছিল ই